যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
জাহিদ হোসেন বলেন, গত ১৮ মাস আগে থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী নেতাকর্মীরা ব্যস্ত আছে। সহসাই মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে বিএনপি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন