দাবি আদায়ে দীর্ঘদিন অপেক্ষার পর এখন কঠোর অবস্থানে যাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩০ নভেম্বর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে সাত শ সরকারি স্কুলে শাটডাউন কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয়—শিক্ষা ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।
তারা জানান, নবম গ্রেডে বেতন নির্ধারণ, দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ চার দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। বৈষম্যের শিকার হওয়ায় বহুবার আন্দোলন করলেও কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ শিক্ষকদের। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন না বলেও জানান।
মাধ্যমিক শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
- বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন;
- সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ৩ কর্মদিবসের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ;
- ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের ৩/২টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ।
অন্যদিকে, তিন দফা দাবিতে বৃহস্পতিবার থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক এই কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন।
দাবি আদায় না হলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণাও দিয়েছেন প্রাথমিক শিক্ষক সংগঠনগুলো। এতে প্রাথমিক পর্যায়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটির বেশি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন