স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে দুদক আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ বলেন, ‘এজাজ আহমেদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তা যাচাই-বাছাই করবে। আর দুদক আমাদের জানালে আমরা অবশ্যই পদক্ষেপ নেব।’
এর আগে আজ দুদক জানায়, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন