আবারও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধংস করতে এখনো কিছু গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করছে। ৭ নভেম্বর ছিল গণতন্ত্রে ফেরার ঐতিহাসিক এক দিন। দিনটিকে স্মরণ করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর আধিপত্যবাদের চক্রান্তকে জনগণ নস্যাৎ করে দেয়। সিপাহী-জনতার বিপ্লবে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট।’
মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি গণমাধ্যম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। মাত্র ৪ বছরে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে আমূল পরিবর্তন ঘটান জিয়াউর রহমান।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি চালু করেন জিয়াউর রহমান। এভাবেই শুরু হয় বাংলাদেশের অগ্রযাত্রা। তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ক্ষণজন্মা পুরুষ দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন রকম অপচেষ্টা ও চক্রান্ত চলছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। তাই ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তিনি।
জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী এবং বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকরা।

