ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

বগুড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১০:৩৪ এএম
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান হোসেন বেতগাড়ি এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম বলেন, ‘বেলা দেড়টার দিকে বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’