কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মো মফিজুর রহমান লিটনকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এই ব্যবস্থা নিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল মঙ্গলবার (৭ অক্টোবর) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মফিজুর রহমান লিটনকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে, মফিজুরের সাথে নেতাকর্মীদেরকে কোনো যোগাযোগ না রাখার জন্য অনুরোধও করা হয়েছে।