ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের এগিয়ে আসতে হবে: ছাত্রশিবির সভাপতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৫:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নৈতিকতার সংকট পূরণে মেধাবীদের উদ্যোগ গ্রহণ করতে হবে।’

সোমবার (২৮ জুলাই) সকালে পিটিআই অডিটোরিয়ামে গাজীপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবর্ধনায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি রেজাউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি জাকির হোসেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, ‘আমাদের দেশে প্রচুর সম্পদ রয়েছে, কিন্তু সে সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। দক্ষ নেতৃত্বের অভাবে সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হচ্ছে না। এই দক্ষ নেতৃত্বের সংকট আজকের মেধাবীদেরই পূরণ করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য মেধার পাশাপাশি নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। এজন্য কোরআন, হাদীস তথা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একমাত্র যোগ্য, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের মাধ্যমেই দুর্নীতিমুক্ত দেশ গঠন করা সম্ভব।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘এই সাফল্যের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়বে না; বরং জীবনের প্রতিটি ধাপে সফলতার স্বাক্ষর রাখতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে। অধ্যবসায়ের মাধ্যমে দেশ ও জাতির স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।’

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক।