ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে টর্চলাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির।
শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘নিরাপত্তা নিশ্চিত করো’, ‘ক্যাম্পাসে সিসিটিভি ও পর্যাপ্ত লাইটিং করো’, ‘শতভাগ আবাসন নিশ্চিত করো’, ‘শিক্ষার্থীদের দাবি মানতে হবে’ ইত্যাদি।
মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। এ সময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে মাহমুদুল হাসান বলেন, ‘সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা জানতে চাই—সে কেন মারা গেলো। তার মৃত্যুর পেছনের কারণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে বের করতে হবে। প্রশাসন এ নিয়ে কোনো ধরনের অবহেলা বা রাজনৈতিক আশ্রয় নিতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত না হলে আমরা প্রশাসন অচল করে দেব।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা ছাত্রশিবিরের নয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে মাঠে নেমেছি। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হয়েও পুরো ক্যাম্পাসে এখনো সিসিটিভি ক্যামেরা স্থাপন হয়নি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এর দায় প্রশাসনকে নিতে হবে।’
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আপনাদের যদি বাজেট সংকট থাকে, আমাদের বলুন, আমরা ভিক্ষা করে হলেও আপনাদের সহযোগিতা করবো। তবে শিক্ষার্থীদের দাবির প্রতি অবহেলা করলে সহ্য করা হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে তিনি বেশ কয়েকটি দাবিও তুলে ধরেন, তা হলো—সাজিদের মৃত্যুর স্বচ্ছ তদন্ত, শতভাগ আবাসিক সুবিধা, নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ও লাইটিং, সনদ উত্তোলনে ভোগান্তি দূর এবং ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ চালু।
আপনার মতামত লিখুন :