বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘জনগণের সঙ্গে আমাদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে শাখা আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, ‘জনগণের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে দ্বীনের দাওয়াত ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে। এমন কোনো বক্তব্য কিংবা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না, যাতে করে জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা হয়।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি করেনি, করবে না। জামায়াত শিষ্টাচার ও গঠনমূলক সমালোচনার রাজনীতিতে বিশ্বাসী।’
জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়ে জামায়াতের এই নেতা আরও বলেন, ‘জনগণের সঙ্গে আমাদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। জনগণের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে দ্বীনের দাওয়াত ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে।’
এর আগে ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় দীর্ঘ ১৪ বছর পর এটিএম আজহারুল ইসলাম আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর শাখার নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, মো. শামসুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন খান, মাওলানা ফরিদুল ইসলাম, এসএম কামাল উদ্দিন, ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান, ডা. আতিয়ার রহমান, নূর নবী মানিক, শেখ শরিফ উদ্দিন, সৈয়দ সিরাজুল হক, আমিনুর রহমান, শাহিন আহমেদ খান, শরিফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।

 
                             
                                    
-20250528120618.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন