আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে বড় রাজনৈতিক দল হিসেবে ভোটের মাঠে লড়াই করবে জামায়াতে ইসলামী। তাই এবারের নির্বাচনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কোন আসন থেকে অংশ নিবেন তা নিয়ে চলছে ভোটারদের মাঝে আলোচনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণের জন্য সব আসনে প্রার্থী ঘোষণাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে জামায়াত। এ নির্বাচনে ঢাকা-১৫ আসন (মিরপুর) থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর মধ্যে তিনি দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার বক্তব্য মানুষ ইতিবাচকভাবে নিচ্ছেন।
ডা. শফিকুর রহমান দুটি নির্বাচনি এলাকায় গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠকসহ বিভিন্ন তৎপরতা শুরু করেছেন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনেও তিনি ঢাকা-১৫ আসনে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ঢাকা ছাড়াও নিজ জন্মস্থান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনেও প্রার্থী হতে পারেন জামায়াত আমির।
যদিও মৌলভীবাজার-২ আসনে এর মধ্যে দলটির জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে জামায়াত আমির নিজ এলাকায় কয়েক দফা সফর করেছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
এ ছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশে ও পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এতে অনেকের ধারণা, এই আসনেও প্রার্থী হতে পারেন ডা. শফিকুর রহমান।
দলীয়প্রধানের প্রার্থিতা সম্পর্কে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, জামায়াতপ্রধানকে ঢাকা-১৫ আসনে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার-২ আসনে প্রার্থীর ব্যাপারেও সাধারণ মানুষের দাবি আছে।