আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে শহীদদের হত্যাকারীদের বিচার সম্পন্ন করা জরুরি বলে মন্তব্য করেছেন রংপুরের শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই দাবি জানান।
রমজান আলী বলেন, এক বছর হয়ে গেলেও আজ পর্যন্ত কোনো শহীদের হত্যাকারীর বিচার হয়নি। আমরা কি শহীদ ভাইদের হত্যার বিচার চাই না? আমি মনে করি, নির্বাচনের আগে শহীদদের হত্যাকারীদের বিচার হওয়া অত্যন্ত জরুরি।
তিনি বলেন, গত বছরের ২৪ জুলাই শহীদদের রক্তের বিনিময়ে দেশে গণঅভ্যুত্থান হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই সমাবেশ সম্ভব হয়েছে। গত ১৭ বছর ফ্যাসিস্টদের শাসনে এমন সমাবেশের সুযোগ ছিল না। তাই আমাদের ভাইদের যে অধিকার ও মর্যাদার জন্য তারা প্রাণ দিয়েছেন, তা আমরা ফিরে পেতে চাই।
শহীদ আবু সাঈদের বড় ভাই আরও বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। তারা ঘাপটি মেরে আছে এবং নানাভাবে পুনরায় ক্ষমতায় আসার পাঁয়তারা চালাচ্ছে। এই অপশক্তিকে নির্মূল না করলে দেশে সুষ্ঠু ও প্রত্যাশিত নির্বাচন সম্ভব নয়।
তিনি জোর দিয়ে বলেন, যতদিন পর্যন্ত শহীদদের হত্যাকারীদের বিচার না হবে এবং ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার না করা হবে, ততদিন জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তাই আমি নির্বাচনপূর্ব সময়ে সবার আগে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানাই।
আপনার মতামত লিখুন :