জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলে মঞ্চে থাকা দলীয় নেতারাও তাকে সাহায্য করেন। তাকে চেয়ারে বসানো হয়।
শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার পর এ ঘটনা ঘটে। তবে, কিছুক্ষণ পরেই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে তিনি অসুস্থ হন বলে জানা গেছে। তাৎক্ষণিক চিকিৎসা শেষে আবারও দাঁড়িয়ে সমাবেশে উপস্থিত নেতাকমীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে সম্ভাষণ জানান জামায়াত আমির।
এদিন দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়া মহানগর ও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
সমাবেশ শুরুর পর বক্তব্য রাখেন জামায়াত ইসলামী, ইসলামী ছাত্রশিবির, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা।
আপনার মতামত লিখুন :