ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

সমাবেশে যোগ দিতে গিয়ে ৩ জনের মৃত্যু, জামায়াত আমিরের শোক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৩:১৯ পিএম
জামায়াতের লোগো- সংগৃহীত

জাতীয় সমাবেশে অংশ নিতে এসে তিনজন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

রোববার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই শ্রদ্ধাভাজন তিন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমি তাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাদের শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।’

বিবৃতিতে জামায়াত আমির আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, ১৯ জুলাই (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে এসে তিনজন নেতাকর্মী  মারা যান।