ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

‘একটি শ্রেণি আন্দোলনের ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৫:৩৯ পিএম
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একটি শ্রেণি জুলাই আন্দোলনে অংশ নিয়ে এখন ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। এই আন্দোলন কোনো একক দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ও নানা শ্রেণিপেশার মানুষ এতে সক্রিয় ভূমিকা রাখে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই জাগরণ’ র‌্যালি শেষে শাহবাগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলটির র‌্যালি শাহবাগ মোড়ে এসে শেষ হয়।

জাহিদুল ইসলাম বলেন, গুম, খুন, আয়নাঘর তৈরি করে মুক্তিকামী জনতাকে দমন করতে চেয়েছিল ফ্যাসিস্ট শক্তি। কিন্তু ইতিহাসের অনিবার্য দাবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি একটি জাগরণের নাম।

তিনি আরও বলেন, এই আন্দোলনে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদরাসা, ডিপ্লোমা ইনস্টিটিউটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস. এম. ফরহাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি রেজাউল করিম শাকিল, মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতারা।