ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থার আরও উন্নতি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০১:০৬ পিএম
কেবিনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে তার স্বাস্থ্যের অবস্থা আরও উন্নতির দিকে এবং তিনি হাসপাতালের কেবিনে অবস্থান করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুস সাত্তার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, তিনি নিজ হাতেই খাওয়া-দাওয়া করছেন। আগামী সপ্তাহে হয়তো হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন। তবে সেটি ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন।

গত ২ আগস্ট সকাল ৭টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন।