ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সাইপ্রাসে ছাদ থেকে পড়ে বেনাপোলের হাফিজুরের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৬:৪১ পিএম
হাফিজুর ও তার সন্তান। ছবি- রূপালী বাংলাদেশ

বিদেশে ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র ১৩ দিন আগে সাইপ্রাসে পাড়ি জমানো হাফিজুর রহমান (৪৫) নির্মাণকাজে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়।

তিনি যশোরের বেনাপোল সীমান্তের পুটখালি গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পরিবারের স্বজনেরা জানান, এক বন্ধুর মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে সাইপ্রাসে যান হাফিজুর। এর মধ্যে ৭ লাখ টাকা তিনি মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ১৭ সেপ্টেম্বর সাইপ্রাসের ল্যাবকোসা শহরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—কাজের প্রথম দিনেই অসাবধানতার কারণে সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন। পাঁচ দিন ছিলেন লাইফ সাপোর্টে। দিনরাত লড়াই করে ২২ সেপ্টেম্বর তিনি মৃত্যুর কাছে হার মানেন। আগামী তিন থেকে চার দিনের মধ্যে মরদেহ দেশে আসার কথা রয়েছে।

পুটখালি ইউনিয়ন পরিষদের সদস্য তানজিলা খাতুন বলেন, ‘১১ ভাই-বোনের মধ্যে হাফিজুর ছিলেন সবচেয়ে ছোট। বাবাকে আগেই হারিয়েছেন, এবার পরিবারের হাল ধরার স্বপ্নও শেষ হলো অকালে। মরদেহ যাতে দ্রুত দেশে আসে, সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

হাফিজুরের ভাই আনিছুর রহমান বলেন, ‘সংসারের অভাব ঘোচাতে বিদেশে গিয়েছিলেন ভাই হাফিজুর। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল পরিবার। দ্রুত মরদেহ যেন দেশে ফেরত আসে, সে বিষয়ে সরকারের সহযোগিতা চাই।’

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, ‘নিহতের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে মরদেহ দ্রুত দেশে ফেরাতে সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।’