ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির ঘোষিত ৭ দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
সভায় নেতারা বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদবিরোধী একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে জুলাই সনদকে আইনগত ভিত্তি প্রদান এবং এই সনদের আলোকে পরবর্তী নির্বাচন আয়োজন জরুরি।
বৈঠকে আরও বলা হয়, ‘ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হবে না।’ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে হবে।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলগণ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন