ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত: তাহের

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৭:৫১ পিএম
কথা বলছেন জামায়াত নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি- সংগৃহীত

রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, সংসদের উভয় কক্ষে (উচ্চ ও নিম্ন) আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাবে তারা। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

তাহের বলেন, ‘জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষিত হয়েছে তাতে আমাদের আপত্তি নেই। তবে উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানাব এবং প্রয়োজনে আন্দোলন করব।’

তিনি বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা ‘সুখকর নয়’ উল্লেখ করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি দরকার। পিআর পদ্ধতি বাংলাদেশে নতুন হলেও বিশ্বজুড়ে এটি প্রচলিত এবং জনগণের ভোটাধিকারের যথাযথ মূল্যায়ন সম্ভব।

ডা. তাহের আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি, যেটি বাস্তবায়নে আস্থা ফিরিয়ে আনতে হবে। অতীতের তিন নির্বাচনে মানুষের মধ্যে যথেষ্ট শঙ্কা রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন, নির্বাচনের জন্য এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি তৈরি হয়নি।

তিনি জানান, কমিশনের ভূমিকা নিয়ে এখনও পর্যন্ত জামায়াতের কোনো আপত্তি নেই, তবে সেমিফাইনাল ও ফাইনালের পর্যবেক্ষণ তারা করবেই।

জুলাইয়ের নির্বাচনি সনদে জামায়াতের স্বাক্ষরের প্রসঙ্গেও তিনি বলেন, সনদে স্বাক্ষর নির্দিষ্ট কিছু শর্তের ওপর নির্ভরশীল ছিল, অর্থহীন কাগজে স্বাক্ষর করার মানে নেই।