বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। মানুষ আশা করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। আপনারা যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতোদিন ক্ষমতায় থাকলেন কেন?
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোটকেন্দ্র প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমির আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, খিলক্ষেত থানা আমির হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিক, দক্ষিণ খান উত্তর থানা আমীর মোস্তাকিম আলম প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত দিতে হবে।



