ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক: জামায়াত আমির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:২০ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক, মহান রবের দরবারে এটিই কামনা করি।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা বলেন।

জামায়াত আমির ফেসবুকে লেখেন, ‘মহান আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা। সত্যের ওপর অটল থাকা এবং প্রিয় জনগণের ভালোবাসা ও সমর্থনের ওপর আস্থাই আমাদের শক্তি।’ 

তিনি আরও বলেন ‘শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক, মহান রবের দরবারে এটিই কামনা।’

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।