ধর্ম অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রোববার (৭ ডিসেম্বর) তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়েরের আবেদন করার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে শিশির মনির বলেন, তার নামে করা মামলাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটি প্রচেষ্টা। তিনি দাবি করেন, মামলার বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য হলেও তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করার চেষ্টা করেছেন।
তিনি বলেন, ‘আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবার আছে, কিন্তু অভিযোগের বিষয়বস্তু দেখে মনে হয়েছে বিশেষ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লক্ষ্যে আমার আইনজীবী বন্ধুরা অতিউৎসাহী হয়ে এই কাজ করেছেন।’
আইনের প্রতি তার আস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং যথাসময়ে উপযুক্ত আদালতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এর আগে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আবেদন গ্রহণ করে আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) বিষয়টি তদন্তের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শিশির মনির ‘রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করেন, যা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগকারীর দাবি, তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে ধর্মীয় উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। শিশির মনির সব অভিযোগই নাকচ করে বলেছেন, এটি তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার একটি প্রচেষ্টা মাত্র।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন