ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

‘রাজাকাররা সরকার গঠন করলে আমি বিষ খাইয়্যাম’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১১:৪৭ এএম
অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি - সংগৃহীত

মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি। রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি। একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি। 

ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে- ম্যাডাম আমাদের বাঁচান। তখন বাঁচাইছিল। আর এখন সাপ ফণা তুলছে। 

তিনি বলেন, এরা এখন বিএনপিরে বলে চান্দাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার। এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেইমান, এরা অকৃতজ্ঞ। যারে দিয়া বাঁচে তারেই মারে।

সমাবেশে উপস্থিত ছিলেন- ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর প্রমুখ।