দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের অবৈধ সম্পদের হিসাব নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
তিনি বলেন, ‘অতীতে যারা এ দেশে লুটপাট করেছে, তাদের সম্পদের জবাবদিহিতা করতে হবে। ইউনিয়ন ও গ্রামপর্যায়ে গিয়ে এসব সম্পদের হিসাব নিতে হবে দুদককে।’
সোমবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, ‘দুর্নীতির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে আছেন। ঢাকাসহ চট্টগ্রাম, এমনকি বিদেশেও অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। জনগণের এই সম্পদ লুণ্ঠন করে নিজেদের সম্পদে পরিণত করেছেন। এসব সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।’
তিনি অভিযোগ করেন, ‘শেখ হাসিনাসহ যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, আয়নাঘর সৃষ্টি করে বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম ও খুন করেছেন, তাদের বিচার একদিন হবেই।’
‘আজও আমাদের নেতা ইলিয়াস আলীর কোনো খোঁজ নেই। ৬২ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যার ফলে অনেকেই ঘরছাড়া।’
এ সময় রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভুঁইয়া, সাবেক সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :