মাদারীপুরের শিবচরের কুতুবপুর পদ্মা সেতু সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের সময় দু’দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা ও অন্যান্য নেতৃবৃন্দ বিশৃঙ্খলা প্রতিহত করার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়।
বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান হোসেন সাজু মোল্লা (৭২), জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার (৪৫), ইউনিয়ন বিএনপি নেতা শাজাহান মোল্লা, যুবদল নেতা রনি ব্যাপারী (২৬), ইমন বেপারী সহ প্রমূখ।
আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা চলছে।’
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি তৎপরতা চালাচ্ছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।


