গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বুধবার (১৬ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি গোপালগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট, বৈষম্য ও জনগণের আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে মতামত প্রকাশ করেন।
তাসনিম জারা লেখেন, মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলাদেশের। অতীতে যেভাবে বগুড়া ও কুমিল্লাসহ বিভিন্ন জেলাকে দলীয়করণ এবং বঞ্চনার শিকার করা হয়েছে, আমরা সেই রাজনীতিতে আর ফিরতে চাই না।
তিনি বলেন, অনেকে আমাদের ’৭১ বিরোধী হিসেবে তুলে ধরতে চান। অথচ ’৭১ আমাদের, ’২৪ আমাদের। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ’৪৭, ’৭১ কিংবা ’২৪ এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত সেই লড়াই চলবে।
পোস্টে তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। এটি সবার। যারা সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের চিহ্নিত রাখবে।
গোপালগঞ্জকে ঘিরে এনসিপির অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানরা যেন বৈষম্যের শিকার না হয়, সে জন্যই আমাদের এই সংগ্রাম। গোপালগঞ্জকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব। পথটা দীর্ঘ, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ জাগলে ইতিহাস বদলায়।
তাসনিম জারার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :