জাতিবিদ্বেষের ঊর্ধ্বে গিয়ে পার্বত্য চট্টগ্রাম গড়তে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২০ জুলাই) দুপুর ২টায় রাঙামাটিতে পদযাত্রা শেষে পথসভায় তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে যে বৈচিত্র্য, সে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না। আমরা জাতিবিদ্বেষ ধর্মবিদ্বেষ- সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শান্তি-সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। আমরা একটি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্য চান উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘পুরাতন সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালেঅচনা যেন গণতান্ত্রিকভাবে সবাই প্রকাশ করে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব। জনজীবনে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন রাজনীতি যেন ফেরত না আসে। সব রাজনৈতিক পক্ষ যেন দায়িত্বশীল আচরণ করি। জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই ঠিক করবে তারা কার কাছে যাবে।’
নাহিদ বলেন, ‘রাঙামাটির প্রত্যেকটি জনপদের কাছে আমরা পৌঁছে যাব। প্রত্যেকটি ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-আচরণ সংরক্ষণ করবে রাষ্ট্র।’
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন চাকমা।
সভায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে। আপনাদের জীবনসংগ্রাম, আপনাদের রক্তের সংগ্রাম, আপনাদের লড়াই-সংগ্রাম, আপনাদের জীবন আপনাদের জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি বা পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে। এই পাহাড়কে কেউ যেন সাময়িক সুবিধা দিয়ে ব্যবহার করতে না পারে।’
পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনপিপির সদস্যসচিব আকতার হোসেন, সামান্তা সারমিন, তানজিন জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, ইমন সোয়াদ, জোবায়েদুল হাসান আরিফ, সরোয়ার আলম ও মঞ্জিলা জুমা প্রমুখ।
আপনার মতামত লিখুন :