দেশে জঙ্গি নাটকের আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শুক্রবার (২৫ জুলাই) রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেছেন, ‘হাসিনার মতো পুরোনো স্ক্রিপ্টে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে আর জঙ্গি নাটক খেলার সুযোগ দেওয়া হবে না।’
এক ঘণ্টার মধ্যে তার ওই পোস্টে মন্তব্য করেছেন প্রায় ৫ হাজার নেটাগরিক। এর মধ্যে মাসরুর বিল্লাহ নামে একজন মন্তব্য করে লেখেন, ‘এক্সাটলি। জঙ্গি জঙ্গি খেলা দেখিয়ে ফ্যাসিস্টরা বহু নিরীহ মানুষদের খতম করেছে এবং তাদের পরিবারকে বিপদে ফেলেছে। যারা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে তারাই জঙ্গি।’
সাব্বির হোসাইন নামের একজন বলেন, “যেভাবে বারবার ‘জঙ্গি নাটক’ সাজিয়ে আওয়ামী স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছে- তা শুধু লজ্জাজনক নয়, ভয়ঙ্করও বটে। এর আড়ালে কত হাজার হাজার আলেম-ওলামা, নিরীহ মানুষ, এমনকি সাধারণ নাগরিক পর্যন্ত গুম, হত্যা এবং দীর্ঘদিন ধরে জেল খাটছেন- তার কোনো সঠিক পরিসংখ্যানই নেই। পরিবার হারিয়েছে প্রিয়জনকে, কিন্তু বিচার তো দূরের কথা, প্রশ্ন করাটাই যেন অপরাধ।”
তিনি ‘জঙ্গি নাটক’ বন্ধের দাবি জানিয়ে আরও বলেন, ‘এই ধরনের মিথ্যা অভিযানের নাটক প্রতিবার নতুন রূপে ফিরে আসে কখনো ধর্মের নামে, কখনো সন্ত্রাসবাদের গল্পে। আর জনগণ বারবার আতঙ্কে, বিভ্রান্তিতে হারিয়ে ফেলে বাস্তবতা। আমরা যদি এখনই প্রতিবাদ না করি, প্রশ্ন না করি, সচেতন না হই তাহলে এই নীরবতা থেকেই জন্ম নেবে আরও অনেক স্বৈরাচার, আরও অনেক হাসিনা, যারা জনগণের রক্তকে পায়ের নিচে দলিয়ে যাবে ক্ষমতার নেশায়।’