ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

‘দেশি-বিদেশি গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৮:৫৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশি-বিদেশি নানা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্রকে সহ্য করব না।’

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘গত জুলাইয়ে আমাদের ভাইদের গুলি করে ঝাঁজরা করেছে; হাসিনার প্রশাসন, হাসিনার পুলিশ পিটিয়ে রক্তাক্ত করেছে; আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা খুন করেছে।

আমাদের সেই শহীদ ভাইদের শপথ, যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরে যাবে না।’

তিনি বলেন, ‘আমাদের লড়াই বাংলাদেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা নানাভাবে বঞ্চিত। এই মৌলভীবাজারে যারা চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন তাদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমাদের লড়াই।’

এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন প্রমুখ।