ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

৫ আগস্টের আগে নাহিদ সম্বয়কদের চিনতেন কি না, প্রশ্ন সায়েরের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৪:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

৫ আগস্টের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের চিনতেন কি না, এমন প্রশ্ন করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

পোস্টে জুলকারনাইন সায়ের নাহিদ ইসলামের কাছে পাঁচটি প্রশ্ন রাখেন। সেগুলো হলো:

১. বিপ্লবের আগে ছাত্রশক্তির ঢাবিতে লোকবল কত ছিল? 

২. দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল?

৩. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম ৫ আগস্টের পূর্বে চিনত কি না? 

৪. কেবল ছাত্রশক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কি না?
 
৫. গুটিকয়েক সাংবাদিক, মানবাধিকারকর্মী না জানালে সাদেক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কি না?

শেষে জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্যে জানাচ্ছি, আমি বৈষম্যবিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনোরকমের সার্ভেলেন্সে রাখিনি। আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানোতেও আমার কোনো ভূমিকা নেই।’

তিনি আরও লেখেন, ‘রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম। পরে জানতে পারলাম, আপনার ও আপনার বাবার সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। আপনি আমার ওপর ক্ষেপে গেছেন, কারণ আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে রিয়াদকে ধরিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা নাকি আমার।’

সাংবাদিক সায়ের লেখেন, ‘আমি দৃঢ়ভাবে আপনাকে জানিয়ে দিতে চাই যে, চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় আমার কোনো হাত নেই।’