নিবন্ধনের জন্য ‘ঘাটতি’ থাকা নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী।
রোববার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান দলটির প্রতিনিধিরা।
প্রতিনিধি দলের অন্যরা হলেন, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধিদল।
উল্লেখ্য, নিবন্ধন পেতে গত জুন মাসে ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র ট্রাকে করে নির্বাচন কমিশনে জমা দেয় এনসিপি। তবে ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। এ ছাড়া আরও ১৪৩ দলেরও কাগজপত্র ঘাটতি রয়েছে বলে জানায় ইসি।