ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ইউএফও নিয়ে বিস্তর তদন্তের ঘোষণা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৩:২০ পিএম
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউএফও। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে অদূর ভবিষ্যতে বিস্তর তদন্ত করবেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এলিয়েনের (বহির্জাগতিক প্রাণ) বাহন খ্যাত ইউএফও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা ভিডিও দেখে এ বিষয়ে তদন্তের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার (১ আগস্ট) সম্প্রচারিত ‘রুথলেস পডকাস্ট’-এর একটি পর্বে ভ্যান্স বলেন, “আমি পুরো ইউএফও বিষয়টাই নিয়ে মগ্ন। ভাবি, ‘আসলে কী হচ্ছে? ওই ভিডিওগুলোতে কী ছিল?’ এখনও এর গভীরে যেতে পারিনি, কারণ আমরা মাত্র ছয় মাস কাজ করেছি এবং খুব ব্যস্ত ছিলাম।”

তিনি জানান, আগস্ট মাসে কংগ্রেসের অবকাশকালীন সময়ে তিনি আংশিকভাবে ইউএফও বিষয়ক ঘটনা নিয়ে অধ্যয়ন করবেন এবং গত বছরের রহস্যজনক ঘটনাগুলোর গভীরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, ধারণা করা হচ্ছে তিনি নিউ জার্সিতে ড্রোন দেখার ঘটনাগুলোর কথা উল্লেখ করছেন। তখন কিছু উড়ন্ত বস্তু সেডান গাড়ির মতো বড় ছিল বলে জানা যায়।

২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে নিউ জার্সি এবং আশপাশের সামরিক স্থাপনাগুলোর ওপর হাজার হাজার রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। এই ঘটনার তদন্তে এগিয়ে আসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং এফবিআই।

ডিসেম্বরের মাঝামাঝি একজন এফবিআই কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে পাঁচ হাজারের বেশি টিপস পেয়েছেন, তবে সেখান থেকে মাত্র ১০০টিরও কম সম্ভাব্য সূত্র পাওয়া গেছে যেগুলো আরও তদন্তযোগ্য বলে বিবেচিত হয়েছে।

পরবর্তীতে জানুয়ারি মাসে ট্রাম্প প্রশাসন জানায়, নিউ জার্সিতে যেসব ড্রোন দেখা গেছে তার বেশিরভাগই এফএএ অনুমোদিত বৈধ ফ্লাইট ছিল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, ‘নিউ জার্সির আকাশে উড়তে দেখা অধিকাংশ ড্রোন গবেষণা ও অন্যান্য বৈজ্ঞানিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল এবং সেগুলো এফএএ থেকে অনুমোদনপ্রাপ্ত।’ তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, এসব ঘটনার মধ্যে এমন অনেক শৌখিন ড্রোন ব্যবহারকারীরাও ছিলেন, যারা যথাযথ অনুমতি না নিয়েই ডিভাইস উড়িয়েছেন।