ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, এখন থেকে একটি ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ২৭৩ টাকায় বিক্রি হবে।
রোববার (৩ আগস্ট) বিকেলে এই দাম ঘোষণা করা হয়, যা সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাবে দেশীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে সাশ্রয়ী হচ্ছে গৃহস্থালি খরচ।
এ ছাড়া অটোগ্যাসের দামও কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, আগে যা ছিল ৬২ টাকা ৪৬ পয়সা। ফলে প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমেছে।
এর আগে গত ২ জুলাই ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা। বিইআরসি চলতি বছর প্রায় প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় করেছে।
গত জুনে ১২ কেজির দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা, মে মাসে ১ হাজার ৪৩১ টাকা এবং মার্চে ১ হাজার ৪৫০ টাকা। ফেব্রুয়ারিতে এই দাম ছিল সর্বোচ্চ ১ হাজার ৪৭৮ টাকা।
এর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর প্রকাশিত আগস্ট মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এই দাম সমন্বয় করা হবে।
মূলত সৌদি সিপির ভিত্তিতেই প্রতি মাসে বাংলাদেশে আমদানি করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য নির্ধারণ করে থাকে বলে জানিয়েছিল বিইআরসি।