নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সমাবেশস্থলে পৌঁছান। এ সময় তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে এরই মধ্যে উপস্থিত হয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন জেলা থেকে মিছিলসহ নেতাকর্মীদের সমাবেশে অংশ নিতে দেখা গেছে। শহীদ মিনার এলাকা বিভিন্ন ব্যানার, পোস্টার ও লাল-সাদা পতাকায় সাজানো হয়েছে।
এনসিপির নেতারা জানান, এই সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ এবং ‘সেকেন্ড রিপাবলিক’ গঠনের লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করা হবে। সমাবেশে নাগরিক, পেশাজীবী ও ছাত্র প্রতিনিধিদেরও অংশ নিতে দেখা গেছে।
এদিকে অনুষ্ঠান ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। সমাবেশ শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেবেন বলে জানা গেছে।