ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

‘ওপেন নির্দেশ দিছি লেথাল ওয়েপন ব্যবহার করবে’, হাসিনার ফোনালাপ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সূচনা বক্তব্যে তিনি এই ফোনালাপ তুলে ধরেন। এরপর আদালতে একজন সাক্ষী তার সাক্ষ্য দেন।

ওই ফোনালাপে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার বিষয়টি উঠে আসে। আন্দোলন দমাতে শেখ হাসিনা ফোনালাপে বলেন, আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই যেন গুলি করা হয়।

তাপসের সঙ্গে ফোনালাপ

শেখ হাসিনা: দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকবে ঠিক আছে! এখনতো আমরা অন্য ইয়ে করতেছি। ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে, ইয়ে হচ্ছে মানে, কয়েক জায়গায়।

তাপস: তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে?

শেখ হাসিনা: সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাতে।

তাপস: হ্যাঁ, পাকড়াও, পাকড়াও করলে ওদেরকে...

শেখ হাসিনা: না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র‍্যাব, ডিজিএফআই, এনএসআই, সবাইকে বলা হইছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধইরা ফেলো।

তাপস: জ্বী

শেখ হাসিনা: না, ওটা বলা আছে। আর যেখানে গেদারিং দেখবে সেখানে ওই ওপর থেকে, এখন ওপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়।

তাপস: জ্বী

শেখ হাসিনা:...হইয়া গেছে।

তাপস: জ্বী, জ্বী, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে একটা—আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল।

শেখ হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?

তাপস: হ্যাঁ

শেখ হাসিনা: ওখানে পাঠাইয়া দিক র‍্যাবকে

তাপসা: জ্বি, তাহলে আপনার নির্দেশনা লাগবে, উনি এখনো মানে...

শেখ হাসিনা: আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে। যেখানে পাবে সোজা গুলি করবে।