ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফাহিমের বিদেশ সফর নিয়ে প্রশ্ন, তামিমের কণ্ঠেও সমালোচনা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৬:১৪ পিএম
নাজমুল আবেদীন ফাহিম ও তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

ক্রিকেট বোর্ডে আসার আগে যিনি ছিলেন বোর্ডের কড়া সমালোচক, এখন নিজেই সমালোচিত হচ্ছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। 

বিশেষ করে, জাতীয় দলের সঙ্গে ঘন ঘন বিদেশ সফর এবং তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি দেশের সেরা ওপেনার তামিম ইকবালও এ বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন।

অভিযোগ রয়েছে, শ্রীলঙ্কা সফরে দলের আভ্যন্তরীণ পরিস্থিতি সামলাতে তিনি ব্যর্থ হন। এরপরও তিনি প্রায় নিয়মিতভাবে পুরুষ ও নারী দলের সঙ্গে বিভিন্ন বিদেশ সফরে যাচ্ছেন এবং মোটা অঙ্কের দৈনিক ভাতা নিচ্ছেন। 

গত ১১ মাসে ডজনখানেকের বেশি এমন সফর করার পরও তার দায়িত্ব পালনে দৃশ্যমান কোনো উন্নতি চোখে পড়েনি বলে সমালোচকরা মনে করছেন।

তামিম ইকবালের মন্তব্য

একটি সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন যে, শুধু খেলা দেখা এবং জয়-পরাজয়ের আলোচনা না করে বিদেশ সফর থেকে দেশের ক্রিকেটের জন্য কিছু নতুন জিনিস নিয়ে আসা উচিত। 

তিনি বলেন, যদি আপনি প্রতি ট্যুরে গিয়ে কোনোকিছু ভালো নিয়ে আসতে পারেন, কেন নয়? কিন্তু আপনি প্রতি ট্যুরে গিয়ে যদি ভালো কিছু না নিয়ে আসতে পারেন, তাহলে তো কোনো লাভ নেই।

তামিম আরও বলেন, আপনি টিএ ডিএ নেন, ১০ দিন না, ২০ দিনের নেন। কিন্তু ওই টিএডিএ নিয়ে যদি বাংলাদেশের ক্রিকেটের ২ পারসেন্ট উপকার হয়, আপনি নেন ভাই কোনো সমস্যা নাই। 

আমার কথা হচ্ছে বিদেশ থেকে নতুন কিছু শিখে এসে তা দেশের ক্রিকেটে বাস্তবায়ন করতে পারলে এমন সফর যুক্তিসঙ্গত হতে পারে।

বিসিবির বর্তমান অবস্থা

রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বোর্ড গঠন হলেও বাংলাদেশের ক্রিকেটে এখনো চোখে পড়ার মতো কোনো উন্নতি হয়নি। নাজমুল আবেদীন ফাহিমের মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি তেমন কোনো সাফল্য দেখাতে পারেননি বলে অভিযোগ উঠেছে। 

তামিম তার মন্তব্যে এই বিষয়টির ওপরই জোর দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, যদি জেনুইনলি আমরা সবাই বাংলাদেশের ক্রিকেটের ভালো চাই, তাহলে আপনি টিএ ডিএ নেন। 

একশ ডলার নিয়েন না, পাঁচশ ডলার নেন। কিন্তু ওই পাঁচশ ডলারের বদলে যদি বাংলাদেশের ক্রিকেটের ৫ শতাংশ লাভ হয়ে থাকে, তাহলে প্লিজ এগিয়ে যান এবং টিএ ডিএ নিন।