ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১১:০৪ পিএম
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতারা। ছবি-সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে এনসিপি। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম-সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

অন্যদিকে, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।