জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠকের পর গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
আরিফুল ইসলাম আদীব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে একের পর এক অবৈধ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে সেগুলোকে বৈধতা দেওয়া এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দলের পক্ষে ঝাণ্ডা ধরেছে জাতীয় পার্টি।
তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি, সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার সদস্য এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যেন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করে।’
এনসিপির এই নেতা বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ৫৪ বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক, স্বৈরতান্ত্রিক যে মনোভাব এবং কাঠামো গড়েছে, সেটার স্থায়ী সমাধানের জন্য গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেটার মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হবে।
এর আগে, রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যাক্কারজনক, দুঃখজনক বলাতে কাভার করে না। নুরের ওপরে হামলা হয়েছে, এর ষড়যন্ত্র গভীরে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। সুতরাং ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন