ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৭:১৪ পিএম
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক হয়।

পাকিস্তান হাইকমিশনে এনসিপির এ নেতাকে স্বাগত জানান ইমরান হায়দার। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির আন্তর্জাতিক সেলের সহসম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য এস. এম. সুজা উদ্দিন।

বৈঠককালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।