ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরে জেলে হত্যা, বাগেরহাটে আসামি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:৪১ পিএম
আসামি শুকুর খানকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক জেলেকে পিটিয়ে হত্যা মামলার আসামি শুকুর খানকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত শুকুর খান মঠবাড়িয়া উপজেলার উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন এফ. বি. তামান্না ট্রলারের জেলেরা মঠবাড়িয়া থেকে দেরিতে পৌঁছালে মালিক পক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪) ও আরও দু’জনকে বেধড়ক মারধর করেন।

গুরুতর আহত হেলাল হাওলাদারকে প্রথমে কুয়াকাটা হাসপাতাল এবং পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ট্রলার মালিক মন্টু ফরাজী, তার ব্যবসায়িক অংশীদার শুকুর খানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকে পলাতক থাকা শুকুর খানকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার রাতে তাকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।