ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচন

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ই হবে মূল লক্ষ্য: জিতু

জাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:২৮ পিএম
ভিপি প্রার্থী আব্দুর রশিদ। ছবি- রুপালী বাংলাদেশ

জয়-পরাজয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন হচ্ছে, এটাই বড় পাওয়া উল্লেখ করে জাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু রূপালী বাংলাদেশকে বলেন, ‘শিক্ষার্থীরা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করলে যৌক্তিক বিষয়গুলো প্রশাসনের কাছে তুলে ধরে সেগুলো আদায়ের জন্য কাজ করব। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ই হবে আমাদের মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু বাস্তবায়নের জন্য আমাদের উৎসাহ দিয়েছেন। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল। এরপর জাকসু বাস্তবায়নের আন্দোলনেও শিক্ষার্থীরা পাশে রয়েছেন। সেখানে থেকেই ভিপি পদে নির্বাচনের উৎসাহ পেয়েছি। ভালো সাড়া পাচ্ছি। সকলে এভাবে পাশে থাকলে জয়ের বিষয়ে আশাবাদী।’

বিশ্ববিদ্যালয়ের সমস্যা তুলে ধরে আব্দুর রশিদ আরও বলেন, ‘বর্তমানে ক্যাম্পাসে অনেক সমস্যা আছে। এর মধ্যে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা ও ক্লাসরুম সংকটের বিষয়টি আছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং হলগুলোতে যেসব সুযোগ-সুবিধা থাকার কথা ছিল, সেগুলো নেই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও পরিবহন সেক্টরের সমস্যা আছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানে আমরা সম্মিলিতভাবে কাজ করব।’

জিতু বলেন,  ‘জয়-পরাজয় নয়, জাকসু নির্বাচন বাস্তবায়িত হচ্ছে, এটিই আমাদের সবচেয়ে বড় পাওয়া। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যাকেই নির্বাচিত করুন না কেন, আমরা রায়কে মেনে নিয়ে সকলেই একসঙ্গে কাজ করব।’