ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক 

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৫৮ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার সদর এলাকার কাচু মিয়ার কলোনির বাসিন্দা মোছা. ফাহমিদা আক্তারের দুই পায়ের হাঁড়ের পচে যাওয়া অংশের অপারেশনের জন্য ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত সোমবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএভিপি এবং সুবিদ বাজার শাখার ব্যবস্থাপক এ কে রেজা আহমেদ চৌধুরী ব্যাংকের পক্ষ থেকে মোছা. ফাহমিদা আক্তারকে উক্ত অনুদানের চেক প্রদান করেন।