ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে বাংলাদেশ অনেক দূর যাবে: বুলবুল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:০৩ এএম

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে বাংলাদেশ অনেক দূর যাবে বলে মনে করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তার মতে, টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আগাম কিছু ধারণা করা কঠিন। তবে বাংলাদেশ দলকে নিয়ে আত্মবিশ^াসের কমতিও নেই বুলবুলের। বিসিবি সভাপতির বিশ^াস, এবারের এশিয়া কাপে লম্বা পথ পাড়ি দেবে লিটনরা।

আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের অভিযান শুরুর আগের দিন গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমি প্রত্যাশা করছিৃ আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, এখানে ভবিষ্যদ্বানী করা খুব কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এই দলটা নিয়ে।’ আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করার সময়টায় সংযুক্ত আরব আমিরাতে অনেকটা সময় কাটাততে হয়েছে আমিনুলকে। এখানকার উইকেট-কন্ডিশন, ধরন সবকিছু তার খুব ভালোভাবেই জানা। সাবেক এই অধিনায়কের বিশ্বাস, টুর্নামেন্টে পার্থক্য গড়ে দেবে দুটি দিক। বুলবুল বলেন, ‘এখানে পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দা উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণে একই রকমের বোলিং ও ব্যাটিং সব দলই করে। কিন্তু রানিংয়ে যদি বাড়তি ১৫ রান করতে পারি আমরা বা ফিল্ডিংয়ে আমরা যদি আর ১০টা রান বাঁচাতে পারি, এই ২৫টি রান হবে নির্ধারক ব্যাপার।’ হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের বড় দুই চ্যালেঞ্জ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপের শেষ ম্যাচটি লিটনরা খেলবেন আফগানদের বিপক্ষে। নিজেদের দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের বাস্তবতা নেই বলে অনেক দিন ধরেই সংযুক্ত আরব আমিরাতকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান।

তারা কন্ডিশনের সুবিধা পাবেন বলেই মনে করেন বিসিবি সভাপতি। তবে বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্যেও তিনি ভরসা রাখছেন। বুলবুল বলেন, ‘ওদের (হোম) ভেন্যু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিছুদিন আবু ধাবি ছিল, এখন শারজাহ। তাদের ঘরের মাঠের বাড়তি সুবিধা তারা পেতে পারে। তার পরও আমাদের খেলোয়াড়দের যে স্কিল সেট আছে, আমি নিশ্চিত যে, তারা তাদের সর্বস্বটা দিলে ভালো করতে পারবে।’