ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে গুলি করে হত্যা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:৪১ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ডানপন্থী যুবকর্মী সংগঠনের প্রতিষ্ঠাতা চার্লি কার্ক। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন ডানপন্থী যুবকর্মী সংগঠনের প্রতিষ্ঠাতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে,  উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে ‘আমেরিকান কামব্যাক ট্যুর' নামে পরিচিত ১৫-স্টপের ভ্রমণ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। হঠাৎ তার মাথায় একটি গুলি এসে আঘাত হানে এবং ঘটনাস্থলেই মারা যান ৩১ বছর বয়সী কার্ক।

গুলিটি কার্কের প্রায় ২০০ মিটার দূর থেকে ছোড়া হয়েছিল বলে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে কার্কের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই তরুণ বক্তা। তিনি সরাসরি সাধারণ শিক্ষার্থী ও জনগণের প্রশ্নের মুখোমুখি হতেন। তার আলোচনায় থাকত মার্কিন রাজনীতি, অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, অভিবাসন বিষয়ক ব্যাখা ও বিশ্লেষণ। প্রশ্নোত্তরের এসব ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। ফলে সুবক্তা ও বিচক্ষণ যুবক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন কার্ক।