ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

দারুণ জয়ে আত্মবিশ্বাসী আফগানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:১০ এএম

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে আফগানিস্তান। এই জয়ের পর পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ^াসী রশিদ খানরা। গত মঙ্গলবার আবুধাবিতে ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ৯৪ রান তোলে হংকং। ব্যাটিং ইউনিটে হংকংয়ের হয়ে লড়াই করার মতো চেষ্টা দেখা গেছে একমাত্র বাবর হায়াতের। ৪৩ বলে ৩ ছক্কায় ৩৯ রান করেন তিনি। তা ছাড়া ডাবল ডিজিটে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন শুধু অধিনায়ক ইয়াসিম মুর্তাজা।

বল হাতে সেরা ফিগার গুলবাদিন নাইবের। ৩ ওভারে ৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। ১৬ রানে ২টি উইকেট নিয়েছেন আরেক পেসার ফজল হক ফারুকি। ১টি করে নেন আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান ও নূর আহমেদ।  মরুর বুকে তীব্র গরমের মাঝেও শুরুতে ব্যাট হাতে উত্তাপ ছড়ান সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাই। টস জিতে আফগানিস্তান ৬ উইকেটে সংগ্রহ করে ১৮৮ রান। সেদিকুল্লাহ অটলের ৫২ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস ও আজমতউল্লাহ ওমরজাইয়ের অপরাজিত অর্ধশতক ছিল বড় স্কোর বোর্ডের মূল ভিত। ওমরজাই তো আফগানদের হয়ে দ্রুততম অর্ধশতকের নজির গড়েছেন।

আবুধাবিতে হংকংয়ের স্পিনাররা ধীরগতির উইকেটে ভালো নিয়ন্ত্রণ দেখালেও একাধিক ক্যাচ মিস ও বাজে ফিল্ডিং তাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। প্রথম ওভারেই আউট হতে পারতেন সেদিকুল্লাহ, কিন্তু শেষ পর্যন্ত তিনবার জীবন পেয়ে ৫২ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে আফগানিস্তান তোলে ৬৯ রান। অটলের ঝোড়ো ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। তবে ওমরজাই ২৫২.৩৮ স্ট্রাইক রেটে খেলেন ৫৩ রানের দুর্দান্ত ইনিংস। তার ২১ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়। ফলে ম্যাচ-সেরাও হন তিনি।