ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষা সম্মেলন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিনব্যাপী সার্চ শিক্ষা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সার্চ অর্গানাইজেশনের উদ্যোগে গতকাল বুধবার একটি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগের সাবেক সচিব মো. তাজুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সার্চ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক রোমন।

এ সময় উপজেলার ১০টি কলেজ, ২টি মাদ্রাসা ও ৬টি স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধাতালিকার ভিত্তিতে ২০০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।