ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী যত্ন ও পুনর্বাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৫৩ এএম

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘দ্য নিড ফর রিহেবিলেশন অ্যাজ এ মেজর পার্ট অব ডিজেবল কেয়ার’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালেরি এ টেইলর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটির পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর।