দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ট্রাস্ট অ্যান্ড পের (ট্যাপ) মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত হবে। গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ট্যাপে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং ট্যাপ ব্যবহার করে ব্যাংকের বিভিন পেমেন্ট সেবা গ্রহণ করতে পারবেন। গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম আকরাম সাঈদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।