বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এওয়ার্ড পেলেন দীন ইসলাম, ডা. এএসএম নুরুল্লাহ তরুণ, মোর্শেদ নিজাম সিপিএ এবং রিমন ইসলাম। ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অফ কানাডা এ বছর তাদেরকে সম্মানজনক ‘ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল’ এওয়ার্ড প্রদান করেছে। এওয়ার্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে দীন ইসলামকে বাংলাদেশি কমিউনিটিতে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র উন্নয়নে ভূমিকা রাখার জন্য এওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ ও কানাডাতে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে বিভিন্ন ধরনের কাজ করে চলেছেন। ডা. এএসএম নুরুল্লাহ তরুণ টরন্টোতে ফ্যামেলি ফিজিসিয়ান হিসেবে কাজ করছেন।
নিজের পেশার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সামাজিক কাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কমিউনিটির যে কোন ভাল কাজে সর্বাগ্রে ছুটে যাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটিতে সমাজকর্মে ভূমিকা রাখার জন্য তাকে এ বছর এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল এওয়ার্ড প্রদান করা হয়।
এছাড়া মোর্শেদ নিজাম পেশায় একজন একাউনট্যান্ট। সিপিএ ডিগ্রিধারি মোর্শেদ নিজাম টরন্টো বাংলা স্কুল এবং বাংলা টাইটান্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে চলেছেন।
এছাড়া বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অকাতরে সাপোর্ট দিয়ে চলেছেন। বাংলাদেশি কমিউনিটির প্রতি তার স্বীকৃতির অংশ হিসেবে এ এওয়ার্ড দেওয়া হয়।
কমিউনিটি এক্টিভিস্ট রিমন ইসলাম বাংলাদেশি কমিউনিটির তরুণদের নিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। সেইসব কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ বছর ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, রুমানিয়াসহ ১৫০ টিরও বেশি ইমিগ্র্যান্টধরি মিডিয়া প্রতিনিধি ও বিশিষ্টজনদের এ এওয়ার্ড প্রদান করা হয়।
গত ২০ শে ডিসেম্বর, ২০২৪ এথনিক প্রেস কাউন্সিলের বাৎসরিক ডিনারে বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখা এ চার জনের হাতে এওয়ার্ড তুলে দেওয়া হয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন