ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

কাতারে হারিছ চৌধুরী ফাউন্ডেশনের মতবিনিময় সভা

ই এম আকাশ, কাতার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১১:২০ পিএম
হারিছ চৌধুরী ফাউন্ডেশনে উদ্যোগে কাতাদের দোহায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : রূপালী বাংলাদেশ

কাতারে দোহায় হারিছ চৌধুরী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের বিলাসবহুল দি ট্রোচ হোটেলে হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন শাহীন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার শাখার সভাপতি হাসান আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, আকাশ মিডিয়া ভুবন কাতারের সভাপতি কাজি আরিফুল ইসলাম, কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি আবু বকর সিদ্দিক, শামস দোহা লিমুজিনের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন ভূঁইয়া, আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশ, প্রবাসী ইসমাইল খান প্রমুখ।

সভায় বক্তারা প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং হারিছ চৌধুরী ফাউন্ডেশনের জনকল্যাণমূলক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

শেষে নৈশভোজের আয়োজন করা হয়।