যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং আন্তর্জাতিক প্রবাসী সংগঠন কানেক্ট বাংলাদেশ গ্লোবালের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৪ মে) হাইকমিশনের লন্ডন কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে প্রবাসীদের অধিকার ও বাংলাদেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সংগঠনের সভাপতি এবং বিশিষ্ট কমিউনিটি নেতা আবু আহমেদ খিজিরের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেন।
বৈঠকে প্রবাসীদের বাস্তব সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয় এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় ১৭ দফা সুপরিকল্পিত প্রস্তাব হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল- বার্ষিক এনআরবি দিবস ঘোষণা ও উদযাপন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য হ্রাস, অনলাইন এনআরবি ভোটিং সিস্টেম বাস্তবায়ন, প্রবাস থেকে সহজে এনআইডি সংগ্রহের ব্যবস্থা, বিদেশে প্রতিটি শহরে সরকারিভাবে সহায়তা ডেস্ক চালু, বিমানবন্দরে হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জমি, সম্পত্তি ও বিনিয়োগ সুরক্ষায় পদক্ষেপ, প্রবাসীদের জন্য সরকার-সমর্থিত বিনিয়োগের সুযোগ, দূতাবাস ও হাইকমিশনের সেবাকে আরও সহজ ও প্রবাসীবান্ধব করা।
এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম-সচিব কাজী নজরুল ইসলাম, যুগ্ম-সচিব মীর রাশেদ আহমেদ, সহ-সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি শওকত মাহমুদ টিপু, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ আলী রেজা, সামাজিক ব্যবসা উদ্যোক্তা সম্পাদক হান্নান তরফদার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, নির্বাহী সদস্য ড. সেলিম খানসহ অন্যান্য নেতারা।
হাইকমিশনার আবিদা ইসলাম প্রবাসীদের মতামত ও প্রস্তাবনা মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, প্রবাসীদের অধিকার রক্ষা ও উন্নয়নে হাইকমিশন আন্তরিক। এসব প্রস্তাব সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। তিনি কানেক্ট বাংলাদেশ গ্লোবালের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন এবং বাংলাদেশে আগ্রহী বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খান এ আলোচনায় অংশ নিয়ে হাইকমিশনের ভূমিকা তুলে ধরেন এবং প্রবাসীদের সমস্যা সমাধানে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
বৈঠক শেষে কানেক্ট বাংলাদেশ গ্লোবাল হাইকমিশনারের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং প্রবাসীদের স্বার্থে সরকারের সাথে কার্যকর সংযোগ স্থাপনে তাদের অব্যাহত ভূমিকার প্রতিশ্রুতি দেয়।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন